পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটির সভাপতি সাইফ মোঃ সোহেল লস্কর ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ঢাকা থেকে মঠবাড়িয়া আগমন উপলক্ষে গন সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার সকাল দশ টায় মঠবাড়িয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা পাঁচ শতাধিক মটর সাইকেল বহর নিয়ে তুষখালী লঞ্চঘাট থেকে তাদের কে গ্রহণ করে মিছিলে মিছিলে মুখরিত করে তোলে রাজপথ। বহর শেষে মঠবাড়িয়া শহীদ মিনার চত্বরে এসে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কামাল খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্তুজার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব গঠিত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ মোঃ সোহেল লস্কর।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম আকন, সদ্য বিদায়ী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, কলেজ ছাত্র লীগের সভাপতি মিজানুর রহমান ফরাজি প্রমুখ।
সংবর্ধনা শেষে নব গঠিত কমিটির নেতা কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ও আওয়ামীলীগ নেতা মরহুম সওগাতুল আলম ছগিরের প্রতিকৃতিতে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।