পিরোজপুরের মঠবাড়িয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির আহম্মেদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত সৈকত জামিল, সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরিন জাহান, ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, আবু হানিফ খান, উপজেলা প্রকৌশলী, আবু সাঈদ মো. জসীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, কৃষি কর্মকর্তা শওকত হোসেন, প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, বীর মুক্তিযোদ্ধা আলমগী হোসেন শরীফ, শিক্ষক মো. রুহুল আমীন, মো. খলিলুর রহমান, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মজিবর রহমান, মিজানুর রহমান মিজু, ইসমাইল হোসেন হাওলাদার, জুলফিকার আমীন সোহেল,শাহাদাৎ হোসেন বাবু, রুম্মান হাওলাদার সহ সরকারি বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ।
বক্তারা উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রশাসনকে ধন্যবাদ দিয়ে পৌর শহরে যত্রতত্র গাড়ী পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করার দাবী জানান। এছাড়াও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষ্যে সকলকে অগ্রণী ভূমিকা রাখার আহ্ববান জানান। একই সাথে জাতীয় পতাকা অবমাননা কারিদের জরিমানার আওতায় আনারও দাবী জানান।