21.8 C
Mathbaria
বুধবার, মার্চ ২২, ২০২৩

বেটা ভার্সন

বরগুনায় পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড, আটক ৩

সমাবেশ থেকে তিন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পুলিশের বাধায় বরগুনা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সোমবার বেলা ১১টার দিকে বিক্ষোভ সমাবেশ শুরু করলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। সমাবেশ থেকে তিন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

পরে দলীয় অফিসে সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা বিএনপির নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি এজেডএম সালেহ্ ফারুক। সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, মহিলা দলের সভানেত্রী রিমা জামানসহ অনেক নেতাকর্মী।

নেতারা বলেন, তিনবার সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। কিন্তু সেখানে আওয়ামী লীগ সরকার বাধা প্রদান করছে। আমাদের দাবি যত দিনে না মেনে নেওয়া হবে, এ আন্দোলন চলবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ