21.8 C
Mathbaria
বুধবার, মার্চ ২২, ২০২৩

বেটা ভার্সন

পিরোজপুরে যুবলীগ নেতা শুভ’র মৃত্যুতে শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে এক সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জিএস এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা শ্রমিকলীগ।

শনিবার বিকেলে টাউন ক্লাব মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার, সহ-সভাপতি লোকমান শেখ, নুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন খোকন, এমরান শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হান্নান ফকির, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক সাহাঙ্গীর ফকির, পৌর শ্রমিকলীগের সভাপতি নুরুল হক নুরু, সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক মামুন খান বাবু প্রমুখ। এ সময় জেলা, সদর উপজেলা ও পৌর শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ