30.3 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

বরগুনার তালতলীতে চীনা নাগরিকদের সংঘর্ষ, আহত ৩

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

বরগুনার তালতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চীনা নাগরিকদের মধে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন।

শনিবার ভোরে তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতরে সাংহাই-৪ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

তালতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কথা বলার জন্য দরজায় নক করেন হাং চাং হুয়া নামে একজন। এ সময় কাজে বিরক্ত করার অভিযোগ তুলে লংএনজিং ও চিং চাং গান মিলে রাতে হাং চাং হুয়াকে মারধর করেন।

এ ঘটনার জেরে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে হাং চাং হুয়া সাংহাই-৪ আবাসিক এলাকার সড়কে কয়েকজন চীনা নাগরিক নিয়ে ওই দুজনের ওপর হামলা করলে ৩ জন আহত হন।

আহত হাং চাং হুয়াকে (৩০) প্রাথমিক চিকিৎসা শেষে তার কর্মস্থলে নিয়ে আসা হয়। বাকি লংএনজিং (৩৩) ও চিং চাং গানকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তালতলী থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে ফিরে এসে তাপ বিদ্যুৎ প্রকল্প সাংহাইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, সাংহাই থেকে জানানো হয়েছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে কোনো মামলা বা জিডি না হওয়ায় পুলিশ কোনো আইনগত পদক্ষেপ নিতে পারছে না।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ