পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১০৫ পিস ইয়াবাসহ মিঠু কবিরাজকে (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পৌর শহরে ভুবনেশ্বর খালের স্লুইসগেটসংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিঠু কবিরাজ উপজেলার ভাণ্ডারিয়া মহল্লার মৃত হাবিবুর রহমান কবিরাজের ছেলে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মাদক বিক্রি করছিলেন মিঠু কবিরাজ। এ সময় ১০৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতে মামলা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, গ্রেফতার মাদক বিক্রেতাকে শুক্রবার আলাদতে সোপর্দ করা হয়েছে।