পিরোজপুরের নাজিরপুরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীগ বিজয় হাজরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী (নান্নু) প্রমুখ। এ সময় উপজেলার ৯টি ইউনিয়নে ২ হাজার ২শত ৮০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ২০ কেজি গম, ২ কেজি ভূট্টা, ১ কেজি সরিসা, ১ কেজি সূর্যমূখি, ১০ কেজি চিনাবাদাম, ৫ কেজি মুগ, ৫ কেজি মসুর ও কেজি খেশারী ডালের বীজ সহ ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।