34.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যাম মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ২ হাজার ৭‘শ ৮০ জন কৃষকের মাঝে সরকারি এ প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যাম মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শওকত হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বশির আহম্মেদ, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শওকত হোসেন জানান, রবি মৌসূম ২০২১-২২ মৌসূমে গম , ভূট্টা, মুগ, মসুরী, সূর্যমূখী, বাদাম, আবাদ উদপাদন ও বৃদ্ধির লক্ষে বীজ বীতরণ করা হয়। এছাড়া সকরারি এ প্রনোদনার আওতায় উপজেলার ২ হাজার ৭‘শ ৮০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে সরিষা বীজ ১ কেজি, ডিওপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে দেয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ