বরিশালের আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ভ্যান চালকে হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া মহিলা দাখিল মাদ্রাসা সড়কে এলাকার শতশত নারী-পুরুষ সহিংসতায় নিহত ভ্যান চালক মোকলেস মিয়াকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বর্তমান ইউপি সদস্য শামীম মিয়া ওরফে লিকচান, সংরক্ষিত ইউপি সদস্য নুরুন নাহার, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মিয়া, গোলাম মাওলা, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুর রহমান মন্টু, স্থানীয় আব্দুর রহমান, হাবিবুর রহমান, মোশারেফ হোসেন ছবি, শাখাওয়াত হোসেন, নিহত ভ্যান চালক মোকলেস মিয়ার স্ত্রী খাদিজা বেগম, ছেলে উজ্জল মিয়া, আলামিন মিয়া, মেয়ে সালমা বেগম প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর বাগধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে বিজয়ী হন আপেল প্রতীকের প্রার্থী শামীম মিয়া ওরফে লিকচান। ১৩ নভেম্বর সকালে ভ্যানযোগে মেম্বর শামীম খাজুরিয়া থেকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য দেখা করার উদ্দেশ্যে রওয়ানা হন।
কিছুদূর অগ্রসর হওয়ার পরপরই পরাজিত মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার (টিউবওয়েল) নেতৃত্বে তার ৩০/৩৫ জনের সমর্থকের একটি দল লাঠিসোটা নিয়ে ওই ভ্যানে থাকা লোকজনের উপর হামলা চালায়। হামলায় ৭/৮ জন আহত হয়। এ সময় ভ্যানচালক নিহত মোকলেসকে বেদম মারধর করা হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত ১৫ নভেম্বর সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মোকলেস মিয়া মৃত্যুবরন করে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, হামলার ঘটনায় গত শনিবার ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫জনকে আসামী করে লিকচানের সমর্থক ইলিয়াস মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
ওই মামলায় খাজুরিয়া গ্রামের তানভীর ইসলাম রাছেল, এনামুল হাওলাদার ও রফিক মিয়াকে পুলিশ গ্রেফতার করে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।