পিরোজপুরের ইন্দুরকানীতে মন্দিরের নামে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করায় ভেঙে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি অফিস সংলগ্ন উপজেলা সদরের সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দিরের নামে সরকারি রাস্তা দখল করে মন্দির কর্তৃপক্ষই পাকা ঘর স্থাপনার কাজ তৈরি করেন। এমন খবরে উপজেলা ভূমি অফিসের কর্তৃপক্ষরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাকা স্থাপনা উচ্ছেদ করেন।
এ বিষয়ে ইন্দুরকানী সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোসাম্মৎ এমিলি খানম জানান, কয়েক দিন ধরে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় মন্দির কর্তৃপক্ষ আমাদের সরকারি জমিতে টিনের বেড়া দিয়ে আটকিয়ে পাকা স্থাপনা তৈরি করেন। পরে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তাদের নির্দেশে আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি।
ইন্দুরকানী উপজেলা সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দিরের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিল্টন কুমার জানান, ‘জেলা প্রশাসকের দেয়া সীমানা অনুযায়ী আমরা মন্দির নির্মানের কাজ করতে ছিলাম। তারপরেও উচ্ছেদ করা হয়েছে।
তবে স্থানীয় অনেকে অভিযোগ করেন মন্দির কর্তৃপক্ষ মন্দিরের নামে সরকারি জমি দখল করে দোকানঘর স্থাপন করতে চেয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, ‘ইন্দুরকানী উপজেলা সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দিরের নিজস্ব কোন জমি নাই। তারা আমাদের ভূমি অফিসের জমিতে মন্দির নির্মান করে দীর্ঘ দিন ধরে উপাসনা করে আসছে। সম্প্রতি সেখানে উপজেলা ভূমি অফিসের নিজস্ব ভবন স্থাপন করা হয়। তাতে ভূমি অফিসের প্রধান ফটকের সামনে পড়ে যায় মন্দিরটি। এমন পরিস্থিতে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে মন্দিরটি স্থানান্তরিত করে ভূমি অফিসের সামনেই সুবিধামত স্থানে স্থাপনের নির্দেশ প্রদান করেন। যার ফলে ভূমি অফিসের সীমানা প্রাচীর ভেঙে তাদেরকে মন্দিরের জন্য জায়গা দেয়া হয়। তারপরেও মন্দির কর্তৃপক্ষ তাদের জন্য নির্ধারিত জমির বাইরে সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মান করেন। ফলে সেই স্থাপনায় উচ্ছেদ করা হয়েছে।