পিরোজপুরে মঠবাড়ীয়ায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাখাওয়াত জামিল সৈকতকে প্রভাব বিস্তার করে অবৈধ ভাবে ডিসিআর নেওয়ার জন্য ঘুষ দিতে গিয়ে আতিকুর রহমান (৩৮) নামের এক ঔষধ ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এসিল্যান্ড বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় এ ঘটনা ঘটে। ঔষধ ব্যবসায়ী আতিকুর রহমান উপজেলার বড় শৌলা গ্রামের আঃ মালেকের পুত্র।
মামলা সূত্রে জানাগেছে, ঔষধ ব্যবসায়ী আতিকুর রহমান সাফা বন্দরে জহির নামে এক ব্যক্তির ঘর নিয়ে বাৎসরিক ভাড়া চুক্তিতে ব্যবসা করে আসছিল। ওই ডি সি আরের ঘর নিজের নামে নেওয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত এর কার্যালয় গিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দেয়ার চেষ্টা ও ঐদাত্ত্ব পূর্ণ আচারণ করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাৎক্ষণিন ভাবে থানা পুলিশ ডেকে আতিকুর রহমানকে পুলিশের হাতে সোপর্দ করেন। এ বিষয়ে মঙ্গলবার রাতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল্লা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় অভিযুক্ত আতিকুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ নুরুল ইসলাম বাদল জানান, সরকারি কাজে বাঁধা ও প্রতরণার অভিযোগে আতিকুরকে গ্রেফতার করে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত জানান, ধানিসাফায় একটি চান্দিনা ভিটি নিয়ে জটিলতা ছিল। ওই এলাকার জহির নামে এক ব্যাক্তি ভুমি অফিস থেকে ইজারা নিয়ে আতিকুর রহমানের কাছে ঘর ভাড়া দেন। দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসায়ী আতিকুর ওই ইজারা বাতিল করে সুকৌশলে নিজে নামে নেওয়ার পায়তারা করে ঘুষ দেওয়ার চেষ্টা ও ঐদাত্ত্বপূর্ণ আচারণ করেন। যে কারণে জনস্বার্থে ও ন্যায়ের স্বার্থে প্রচলিত আইনে আতিকুরকে থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।