24.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

বরগুনায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

বরগুনা উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে আজ মঙ্গলবার কৃষাণী মেরী বেগমের ট্রে পদ্বতিতে সবজি চারা উৎপাদন প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মাহমুদুল হাসান। অতিথি ছিলেন লালতীর সিড লিমিটেডের পরিচালক, তাবিদ আউয়াল, নাসিম আক্তার, নিজামুল হাসান, এনামুল কবির প্রমূখ।

আধুনিক প্রযুক্তিতে মেরী বেগম লালতীর সিড লিমিটেডের সহযোগিতায় বাড়ীর আঙ্গিনায় ২০ শতাংশ জমিতে মাচা করে ট্রে পদ্বতিতে, মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, হাইব্রীড মরিচ, টমেটো, বীটকপি সবজি চারা উৎপাদন করেন। প্রতিটি চারা পাঁচ টাকা হারে ক্রেতারা কিনছেন। সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে উৎপাদিত সবজি চারার চাহিদা বেশি বলে জানান কৃষাণী মেরী বেগম।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ