পিরোজপুরের মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীকে মারধর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই ব্যবসায়ী সোমবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। শহিদুল ইসলাম উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের আমির হোসেন মৃধার ছেলে ও ১৩৩ নম্বর পশ্চিম সেনের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।
মামলা সূত্রে জানা গেছে, পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের চৌমোহনী নতুন বাজারে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সার ঔষধের ব্যবসা করে আসছেন। তার দোকান থেকে একই এলাকার মৃত মোশারেফ আকনের ছেলে মহারাজ আকন দীর্ঘদিন ধরে সার ঔষধ কেনাকাটা করেন।
এতে মহারাজ আকনের কাছে ১৩৩৯ টাকা বাকি পরে। দীর্ঘদিন হলেও টাকা না দিলে গত রোববার দুপুরে উক্ত টাকা চাইতে গেলে মহারাজ আকন ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী শহিদুল ইসলামকে মারধর শুরু করে। এসময় মহারাজ আকনের ছেলে মুন্না আকন এসে শহিদুল ইসলামকে মারধর ও দোকানে ভাঙচুর চালায়।
এ সময় দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় দেড় লাখ টাকা মুন্না আকন ছিনিয়ে নিয়ে যায়। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
এব্যাপারে অভিযুক্ত মহারাজ আকনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, এখনো মামলার কপি হাতে পাইনি। কপি পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।