25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

পিরোজপুরে গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভর মৃত্যু

নিহত পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ মারা গেছেন। সোমবার (১৫ নভেম্বর) রাতে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আলহাজ্ব হাবিবুর রহমান মালেক বলেন, দুপুরে শুনেছিলাম শুভর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু হঠাৎ তার মৃত্যুর খবরে আমরা হতভম্ব। মরদেহ দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এলাকায় আসলে সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য, পিরোজপুরে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নৌকার পক্ষে প্রচারণাকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জিএস এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ