পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কলেজ ছাত্র রাহাত হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঠবাড়িয়া থানা পুলিশ ও পিরোজপুর দক্ষিণ বিভাগ ডিবি পুলিশের যৌথ অভিযানে রবিবার (১৪ নভেম্বর) রাতে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- মামলার ৫ নং আসামী মোঃ শাওন মাল(২০) পিং-মোঃ মহারাজ মাল গ্রাম-দক্ষিন গুলিশাখালী, ৯ নং আসামী মোঃ আসাদ ফরাজী (১৫) পিং- মোঃ আলী ফরাজী গ্রাম-দক্ষিন গুলিশাখালী, ১১ নং আসামী মোঃ নাদীম (১৭) পিং- মোঃ নুরুল আমিন মোল্লা গ্রাম-দুর্গাপুর থানা – মঠবাড়িয়া জেলা পিরোজপুর।
হত্যাকান্ডের শিকার রাহাতের বাবা শাহজালাল ওরফে শাহ আলম হাওলাদার বাদী হয়ে ১৪ নভেম্বর রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১২।ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩০৫/৩৪ দঃ বিঃ অপরাধ।
শনিবার রাতে রাহাত ইউনিয়নের টিয়ারখালীতে চলমান শেখ রাসেল ফুটবল টুর্নামেনটের খেলা দেখা শেষে বন্ধুদের সাথে বাড়ি ফিরছিলেন। এসময় ইউনিয়নের টিয়ারখালী সড়কে মহারাজ মৃধা বাড়ির সামনে (বোবার বাড়ি) আগেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের উপর এ হামলা চালায়। হামলায় রাহাতসহ পাঁচজনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। পরে তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন।
আগের সংবাদঃ মঠবাড়িয়ার গুলিশাখালীতে প্রেমঘটিত কারণে মেধাবী কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
রাহাত হত্যা ঘটনায় এজাহারনামীয় ৩ জন আসামী ছাড়াও সন্দেহজনকভাবে ২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঠবাড়িয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। সন্দেহভাজন দক্ষিণ গুলিসাখালী গ্রামের মৃত মোবারক হাওলাদারের ছেলে চুন্নু হাওলাদার (৪০) ও নূর সাইয়েদ হাওলাদারের ছেলে সেন্টু হাওলাদার (৫১)।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগের ওসি (ডিবি) মোঃ আসলাম উদ্দিন জানান, রাহাত হত্যা মামলার তিন জন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত আছে।