30.1 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

জনস্বার্থ ফার্স্ট প্রায়োরিটি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে ডা. রুস্তম আলী ফরাজীর ক্ষোভ

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। করোনার প্রকোপ কমার পরও কঠোর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছেন।

অধিবেশন যোগ দিয়েছেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

রবিবার বিকালে সংসদ অধিবেশনের শুরুর দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রথমে প্রতিবাদ করেন। এরপর দলটির আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীও একই বিষয়ে প্রতিবাদ জানান।

আলোচনায় অংশ নিয়ে ডা: রুস্তম আলী ফরাজী বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে চরমভাবে আঘাত করেছে। এর ফলে পরিবহন খরচ অনেক বেড়ে গেছে। ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে মঠবাড়িয়া থেকে ঢাকায় যাওয়ার খরচ ১০০ টাকা বেড়েছে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে দ্রব্যমূল্যও অনেক বেড়েছে। প্রতিবেশী দেশ স্পর্শকাতর এই জ্বালানির মূল্য না বাড়িয়ে ঠিক রেখেছে। সরকার চাইলে এটা করতে পারে। তিনি বলেন, অজুহাত দিয়ে বাড়ানো হলে, সেটি কত শতাংশ হতে পারে? আমাদের চিন্তা করা উচিত কত পরিমাণ বাড়াতে পারি। বৃদ্ধির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। এ বিষয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের নতুন করে চিন্তা করা উচিত। জনস্বার্থে এটা পুনর্বিবেচনা করুন। হয় মূল্য কমান, না হয় ভর্তুকির ব্যবস্থা করুন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ