25.9 C
Mathbaria
শনিবার, মার্চ ২৫, ২০২৩

বেটা ভার্সন

পটুয়াখালীতে ট্রাকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

পটুয়াখালী-কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি নামক স্থানে আজ শনিবার দুপুর দুইটায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পটুয়াখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

পটুয়াখালী-কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি নামক স্থানে আজ শনিবার দুপুর দুইটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী জামাল সিকদারের বাড়ী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে। জামাল সিকদার ধানখালী এলাকায় মৎস্য ব্যবসার সাথে জড়িত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামাল সিকদার (৬০) মোটরসাইকেলযোগে আরোহী হিসেবে ধানখালী যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ