30.1 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

বরগুনার আমতলীতে ইউএনও’র বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রগুনার আমতলী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. নাজমুল ইসলাম

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

বরগুনার আমতলী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. নাজমুল ইসলামের বিরুদ্ধে উপজেলা পরিষদে মজুরী ভিত্তিক (মাস্টার রোল) নিয়োগ পাওয়া এক নারী স্টাফকে (মালি) ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ওই নারী এ ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি এখন আমতলীতে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর স্বামী আমতলী উপজেলা পরিষদে মজুরী ভিত্তিক নিয়োগ পেয়ে ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত ছিল। গত ৭ বছর পূর্বে তিনি মারা যাওয়ার পরে সংসারের অভাব অনটনের কথা ভেবে ভুক্তভোগী ওই নারী স্বামীর রেখে যাওয়া মজুরী ভিত্তিক মালির চাকুরীটা করার জন্য আগ্রহ প্রকাশ করেন। গত ৬ বছর পূর্বে উপজেলা পরিষদে ওই নারীকে মজুরী ভিত্তিক (মালি) পদে নিয়োগ দেয়া হয়। এতদিন তিনি ভালোভাবেই চাকুরী করে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম আমতলীতে গত ৬ মাস পূর্বে যোগদান করেন। তিনি ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্বে থাকা অবস্থায় ভুক্তভোগী ওই নারী স্টাফকে কারণে অকারণে তার অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানী ও তিনি কুপ্রস্তাব দেয়।এতে তিনি রাজি না হওয়ায় মাঝে মধ্যে ওই নারী স্টাফকে যৌন হয়রানী করেন। তারপর ওই নারীর ব্যবহৃত মুঠোফোন নাম্বার সংগ্রহ করে দিনে ও রাতে অন্তত ১০ থেকে ১৫ বার কল দিয়ে তাকে ডিস্টার্ব করে। যা ভুক্তভোগী ওই নারী স্টাফ অফিসের অন্যান্য কর্মকতা ও কর্মচারীদের অবগত করেন।

অভিযোগে ওই নারী বলেছেন, হঠাৎ করে গত বৃহস্পতিবার বিকাল অনুমান ৪টার দিকে অফিসে আসেন ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশার (ভূমি) মো. নাজমুল ইসলাম। তখন ওই ভুক্তভোগী নারী স্টাফ (মালি) উপজেলা পরিষদের সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (সিএ) আ. সালামের রুমে বসে ছিলেন। এ সময় এসিল্যান্ড সেখানে গিয়ে আ. সালামকে তার রুম থেকে বের হতে বলেন। তখন আ. সালাম রুম থেকে বের হয়ে সামনে দাঁড়িয়ে থাকেন।

এ সময় এসিল্যান্ড ওই নারী স্টাফকে সরকারী জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রকাশ্যে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। এক পর্যায়ে তার পড়নে থাকা ব্লাউজ ছিঁড়ে ফেলে ধর্ষণের চেষ্টা করে বলে ভুক্তভোগী ওই নারী স্টাফ অভিযোগ করেন।

তখন ভুক্তভোগী নারী স্টাফ দৌড়ে পালিয়ে যেতে গেলে তার পড়নের শাড়ী ও ব্লাউজ ধরে টানা হেচরা করে ধর্ষণ চেষ্টা চালায় এসিল্যান্ড। তখন ওই ভুক্তভোগী নারী স্টাফ (মালি) চিৎকার দিলে অফিসে থাকা অন্যান্য কর্মকর্তা- কর্মচারী ও সেবা নিতে আসা গ্রহীতরা এগিয়ে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করেন। এ সময় ভিকটিমকে চাকুরী বাতিল ও মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার ভয় দেখিয়ে সহকারী কমিশনার (ভূমি) দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের কয়েক জন স্টাফরা জানায়, মজুরী ভিত্তিক (মাস্টার রোল) নিয়োগ পাওয়া ওই নারী স্টাফের সাথে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) স্যারে প্রকাশ্যে ওই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। যা আমাদের স্টাফ ও পরিষদে সেবা নিতে আসা অনেকেই প্রত্যক্ষ করেছে।

উপজেলা পরিষদে সেবা নিতে আসা কবির মালাকারসহ বেশ কয়েকজন জানায়, আমরা উপজেলা নির্বাচন অফিসে কাজ শেষ করে যাওয়ার সময় উক্ত ঘটনা প্রত্যক্ষ করি।

ভুক্তভোগী ওই নারী স্টাফ বলেন, আমি এ ঘটনার বিচার চেয়ে নির্বাহী অফিসার স্যারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছি। ইউএনও আমাকে এখন বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম মুঠোফোনে বলেন, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমাকে হেও করতে ছোট্ট একটি ঘটনাকে অনেক বড় আকারে বিস্তার করছে ষড়যন্ত্রকারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ মুঠোফোনে বলেন, বিষয়টি তিনি জেনেছেন। বর্তমানে তিনি ছুটিতে ঢাকায় অবস্থান করছেন।

বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, তিনিও বিষয়টি শুনেছেন। প্রকৃত ঘটনা জেনে তদন্ত করে সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানায়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ