পটুয়াখালী জেলার বাউফলে নিখোঁজের ১৫ দিন পর চার সন্তানের জননী ফেরদৌসী বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার দাশপাড়া ইউনিয়নের ভুরভুরিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত ফেরদৌসী দাসপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জাকির মৃধার স্ত্রী।
পুলিশ ও গৃহবধুর স্বজনদের সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকালে ফেরদৌসী ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ৩১ অক্টোবর পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে তার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বাউফল থানার ওসি আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।