পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৭২ টি দুঃস্থ্য পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার দিনভর উপজেলার ১৭২ টি দুঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের থেকে পাওয়া ১৮০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এসময় তাদের হাতে ৩ হাজার টাকা চেক প্রদান করা হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার এ ঢেউ টিন ও চেক বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী সেলিম মিয়া, অফিস সহায়ক নুরুজ্জামান প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজির সুপারিশ ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত এ অনুদান উপজেলার হতদরিদ্র ও অসচ্ছল ১৭২টি পরিবারের মাঝে ১৮০ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, এমপি মহোদয় আরও দুস্থ্য পরিবারকে টিন দেয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ে সুপারিশ করেছেন।
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তিনি ভূমিহীনদের জন্য জমি ও ঘরের ব্যবস্থা করে যাচ্ছেন। আমার মঠবাড়িয়া এলাকার সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি পর্যায়ক্রমে আমার দাবী পূরণ করতেছেন। মঠবাড়িয়ায় ভূমিহীনদের জন্য জমি ও ঘর এবং দুস্থ্য পরিবারের জন্য ঢেউ টিনের ব্যবস্থা করা হবে।