পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্মমাল্য অর্পণ করা হয়।
এছাড়া শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালি শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ-উল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, সহ-সভাপতি নাসির উদ্দিন মাতুব্বর, আবুল কালাম মোল্লা, পৌর যুবলীগের সভাপতি তৌহিদ মাসুম, যুবলীগ নেতা মাইনুল আহসান, হাসানুজ্জামান হেলাল, তৌহিদ সোহেল প্রমুখ।