পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
জানাগেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। সম্প্রতি এ নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।
এ সময় কলেজের শিক্ষক ও ছাত্রীদের সাথে ডা. রুস্তুম আলী ফরাজীর কলেজ মিলনায়তনে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আজিম-উল-হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, প্রবীণ রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীর আস্থাভাজন, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী।
এ সময় তিনি বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড। তোমরা একদিন এ দেশের নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী, স্পিকারসহ দেশের বিভিন্ন দপ্তরে নারীদের অগ্রধিকার দেয়া হয়েছে। যে কারণে তোমরা একাগ্রচিত্তে লেখাপড়া করবে। দেখবে একদিন তোমরা দেশের বড় বড় দপ্তরের কর্ণধার রূপে দায়িত্ব পালন করবে। বর্তমানে এ প্রতিষ্ঠানটি একজন দক্ষ অধ্যক্ষ পরিচালনা করছেন, যার প্রজ্ঞার প্রতিনিয়ত আমি প্রশংসা করি। আমি আশাবাদী তার হাতে পরিচালিত হলে এ প্রতিষ্ঠানটি একদিন দেশের মুখ উজ্জল করবে।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীদের দাবি পূরণ করতে গিয়ে তিনি একটি একাডেমিক ভবনসহ খেলাধুলার সামগ্রী, একটি কম্পিউটার ল্যাব ও ডিগ্রি স্তরের এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এমপির সহধর্মিণী মিসেস খাদিজা আক্তার খুশবু, প্রভাষক জুলহাস শাহিন, সাংবাদিক মিজানুর রহমান মিজু, শিক্ষার্থী নাজিফা নাজাহ প্রমুখ।