পিরোজপুরের মঠবাড়িয়া আদালতের মহুরীকে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী বেল্লাল হোসেন (৩১) কারাগারে পাঠিয়েছে আদালত।
প্রায় ১ বছর পলাতক থাকার পর মঙ্গলবার বেল্লাল হোসেন মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদলতের বিচারক মো. কামরুল আজাদ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বেল্লাল হোসেন উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের খলিল ফরাজির ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত বছরের ১১ মে দুপুরে বেল্লাল হোসেন ও তার ৪ সহযোগি মহুরী মজনু মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ও গলায় গামছা পেচিয়ে হত্যার চেষ্টা করে।
এ ঘটনায় গুরুতর আহত মজনু মিয়া বাদি হয়ে পরের দিন বেল্লাল হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন। মজনু মিয়া (৬৪) দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত. কেয়ামত বিন মোক্তারের ছেলে।