আমি উন্নয়ন করি বিধায় জনগণ বারবার আমাকে ভোট দেয়। নিজেকে পাঁচ বার নির্বাচিত এমপি দাবী করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করেন ও ভালোবাসেন। যে কারনে জাতীয় সংসদে ও ব্যক্তিগত ভাবে তার কাছে উন্নয়ন মূলক যা কিছু দাবি করি তিনি আমার সে দাবি পুরণ করেন।
মঙ্গলবার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জাতীয় পার্টি ও দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বর্তমান সরকারের প্রশংসা করে এবং তার আমল গুলোতে উল্লেখ যোগ্য বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আরও বলেন, মঠবাড়িয়া আমি মেডিকেল কলেজ হাসপাতাল ও পুরো উপজেলা ব্যাপী সুপেয় পানির ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন তিনি আমার দাবী পূরণ করবেন।
এসময় তিনি আরও বলেন “আমি কারো কাছ থেকে কোনো কিছুর বিনিময় ১ টাকা নিয়ে থাকলে এখানে জনসম্মুখে বলতে হবে। আর না বললে, আপনারা আল্লাহর কাছে দ্বায়ী থাকবেন।”
দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম মঠবাড়িয়া শাখার সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সধারণ সম্পাদক মো. রফিকুর ইসলাম টুকু, প্রভাষক আব্দুল মোতালেব, প্রভাষক শাকিল আহম্মেদ, প্রভাষক ফারুক হোসন, সাবেক ইউপি চেযারম্যান সেলিম জমাদ্দার, উপজেলা যুব স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আঃ রহমান আল নোমান, জাপা নেতা শেখ জাহাঙ্গীর হোসাইন প্রমূখ।