পিরোজপুরের মঠবাড়িয়ায় সদর রোডে বহুমূখী মার্কেট শিঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির (রাজস্ব) সোমবার (৮ নভেম্বর) সকালে এ মার্কেট পরিদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, পৌরসভার সচিব মো. হারুণ অর রশিদ, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, কাউন্সিলর শফিকুর রহমান, মতিয়ার রহমান মিলন. সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিন প্রমূখ।
পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস জানান, মঠবাড়িয়া পৌরসভা ২০১৮-১৯ অর্থ বছরে তিন তলা বিশিষ্ট বহুমূখী মার্কেট নির্মানের কাজ শুরু করে। মার্কেটের নিচ তলায় থাকছে মাছ, মাংস, সবজি ও অন্যান্য উন্মুক্ত বাজার। দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকবে ২১ টি করে দোকান রয়েছে। ৯ কোটি ২০ লাখ ৬৯ হাজার ৫৩২ টাকা ব্যয়ে বহুমূখী এ মার্কেট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মার্কেটের চারিপাশের স্থানে গাড়ি পার্কিং সুবিধা থাকার কারনে সড়কের যান-জট নিরাসন হবে।