25.9 C
Mathbaria
শনিবার, মার্চ ২৫, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি

তিনি হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি ও কক্ষগুলো পরিদর্শণ করেন ও রোগিদের খোঁজ-খরব নেন।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একধাপ স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মো. রুস্তম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে এ নতুন অ্যাম্বুলেন্স’র উদ্বোধন করেন। তিনি হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি ও কক্ষগুলো পরিদর্শণ করেন ও রোগিদের খোঁজ-খরব নেন।

অ্যাম্বুলেন্স উদ্বোধন উপলক্ষে হাসপাতাল অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ আলী হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মো. রুস্তম আলী ফরাজি, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস, পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ সিরাজুল হক, ডাঃ প্রীতম কুমার, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, এমপির জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রনজু, ব্যাক্তিগত সহকারি হাসান মিয়া প্রমূখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ