24 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় গভীর রাতে দোকানে আগুন

সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় ভীতি দিতেই এ আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শিকদারমল্লিক ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো: শহিদুল ইসলাম।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় দোকানে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে রবিবার গভীর রাতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসের পাশে থাকা নৌকার এক সমর্থকের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আগুনে দলীয় অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় ভীতি দিতেই এ আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শিকদারমল্লিক ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো: শহিদুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সবুজ মন্ডল জানান, নৌকা মার্কার সমর্থক হওয়ার কারণেই তার দোকানের পাশে থাকা নৌকা মার্কার নির্বাচনী অফিস ও তার দোকান পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। গভীর রাতে আগুন দেওয়ার করনে কেউ আগুন নিভাতে পারে নাই। দোকানসহ দোকানের সকল মালামাল আগুনে পুড়ে গেছে।

শিকদারমিল্লক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কমল কৃষ্ণ দাস জানান, ভোটারদের ভয় দেয়ার জন্যই এ আগুন দেয়া হয়েছে। যাতে করে তারা নৌকা মার্কা ভোট দিতে ভয় পায়।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো: শহিদুল ইসলাম জানান, স্থানীয় প্রশাসন তাদের সাথে বিরোধী দলের মতো আচারণ করছে। ইউনিয়নের বাহির হতে প্রতিদিন রাতে সন্ত্রাসীরা মোটরসাইকেল মহড়া দিচ্ছে। ভোটারদের ভয়-ভীতি ও হয়রানী করার জন্যই নৌকার প্রচারণা অফিস ও দোকানে আগুন দেয়া হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান জানান, আগুনের ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু গভীর রাতে ঘটনা ঘটেছে তাই কারা এ কাজ করেছে তা শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ