30.1 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

পাথরঘাটায় চারটি ভোল মাছ পৌনে ১৮ লাখ টাকায় বিক্রি

বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি বাজারে এই চারটি ভোল মাছ বিক্রি হয়েছে ১৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকায় ছবি : সংগৃহীত

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি বাজারে চারটি ভোল মাছ বিক্রি হয়েছে ১৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকায়।

বৃহস্পতিবার বেলা একটার দিকে পাইকারি বাজারের মৎস্য আড়তদার নজরুল ইসলাম নিলামে মাছ চারটি বিক্রি করেন। মাছ চারটির ওজন ২ মণ ১০ কেজি।

স্থানীয় জেলে বেল্লাল হোসেন বলেন, সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে গত মঙ্গলবার রাতে কোরাল মাছ ধরতে জাল ফেলে অপেক্ষা করছিলেন জেলেরা। পরে ওই জালে চারটি মাছ ধরা পড়ে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলেরা ওই মাছ পাথরঘাটা বিএফডিসি ঘাটে পাইকারি বাজারে নিয়ে আসেন।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকার সমিতির সাবেক সভাপতি মোস্তফা আলম ওই ভোল মাছ চারটি কিনে নেন। এ মাছ বিদেশে পাঠানো হবে।

আরকে ফিশের স্বত্বাধিকারী মৎস্য আড়তদার নজরুল ইসলাম ২ মণ ১০ কেজি ওজনের ওই চারটি ভোল মাছ নিলাম ডাকে বিক্রি করেন। পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকার সমিতির সাবেক সভাপতি মোস্তফা আলম ওই ভোল মাছ চারটি কিনে নেন। প্রতি মণ ৭ লাখ ৯০ হাজার টাকা দরে মোট ১৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকায় মাছগুলো বিক্রি হয়েছে।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকার সমিতির সাবেক সভাপতি মোস্তফা আলম বলেন, এ মাছকে স্থানীয়ভাবে দাতিনা মাছ বলে। আবার অনেকে ‘দাতিনা ভোল’ও বলে থাকেন। এটি ভোল মাছের এটি প্রজাতি। এ মাছ বিদেশে পাঠানো হবে। তবে এ মাছ দেখতে অনেকটা কোরাল মাছের মতো।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ