সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ এর মঠবাড়িয়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে এক কমিটি ঘোষণা করেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ। সংগঠনের সমন্বায়ক শিবাজী মজুমদার শিবুর সভাপতিত্বে কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মেহেদী হাসান, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি আল-আমীন আকন, সাংগঠনিক সম্পাদক আল-আমীন শরীফ, সাংবাদিক রফিকুজ্জামান আবির, শাহাদাত হোসেন বাবু প্রমুখ।
পরে সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সহ-সভাপতি সোহেল আহম্মেদ, সহ-সভাপতি শামীম মহারাজ, সহ-সভাপতি বিজয় হালদার, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম সুমন, সহ-সভাপতি মলিনা আক্তার মৌ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাওজাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন আহম্মেদ মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম পরাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ মিত্র, সাংগঠনিক সম্পাদক সালমান বাবু, সাংগঠনিক সম্পাদক কিরন আহম্মেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক বাহাদুর হোসেন, সাংগঠনিক সম্পাদক বর্ষা ইসলাম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুমি বেগম, আইন বিষয়ক সম্পাদক জাবেদ হাসান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শুক্লা বিশ্বাস, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক খুর্শিদা বেগম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এস এম শামীম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মুইন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, গণ-সংযোগ সম্পাদক ইয়ামিন আকন এবং মেহেদি হাসান (সাদা কাক), হাসিব রানা, সদস্য তাইজুল ইসলাম অভি, রাফিয়া আক্তার রিয়া, ইদ্রিস আকন, আবু তায়েব, সুমাইয়া আক্তার, সাকিল হাওলাদার, মোঃ মামুন, সাইফুল্লাহ জিহাদী, শ্রী তমাকে সদস্য করে স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ” উপজেলা শাখায় নাম ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সৌদি প্রবাসী কামরুল হাসান লিটন মুঠোফোনে জানান, সংগঠনকে গতিশীল করতে নিরাপদ সংগঠন মঠবাড়িয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলা, মহানগর শাখা কমিটি গুলো গঠন করা হবে। তিনি আরো বলেন, নিরাপদ সংগঠন কোনো ব্যক্তি, রাজনৈতিক দল অথবা কোনো গ্রুপের প্রতিনিধিত্ব করে না। আমাদের কাজ শুধুই অসহায় মানুষকে মানবিক সহায়তা করা। সামাজিক সম্পর্ক বজায় রেখে দলমত নির্বিশেষে সংগঠনে সম্পৃক্ত হয়ে মানুষের সেবার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। রাজনীতি যার যার নিরাপদ সংগঠন সবার। আশারাখি, নবগঠিত উপজেলা শাখার নির্বাচিত সকল নেতৃবৃন্দ সাংগঠনিক নিয়ম মেনে তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রম চালিয়ে যাবে। সংগঠনের মানবিক কার্যক্রমগুলো পরিচালনার জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।