24 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

পিরোজপুরের ধর্ষক লিটন বরিশালে র‍্যাবের খাচায় আটক

গ্রেফতারকৃত আসামী মোঃ ফিরোজ শেখ (২৮)।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

অভিযুক্তকে বরিশাল মহানগরীর নবগ্রাম রোড-চৌমহনী ধর্ষণ মামলার প্রধান আসামী পিরোজপুর সদর উপজেলার বানেশ্বরপুর গ্রামের মৃত জাফর শেখ এর পুত্র ফিরোজ শেখ(২৮) কে আটক করেছে র‍্যাব-৮।

পরে তাকে পিরোজপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, ছদ্মনাম মোছাঃ হাফিজা খাতুন (১৩) কে প্রতিবেশী মোঃ ফিরোজ শেখ(২৮) বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিত। এরই ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল অনুমানিক ৩.০০ ঘটিকার সময় আসামী ভিকটিমের বাড়িতে তার বাবা মা না থাকায় জোর করে ঘরের মধ্যে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর থেকে ধর্ষক ফিরোজ শেখ পলাতক ছিলো।

মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ লিটন ডালি পিরোজপুর জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

বিষয়টি জানতে পেরে র‍্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানীর একটি অভিযানিক দল অভিযুক্ত ফিরোজের অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী মোঃ ফিরোজ শেখ(২৮)কে পিরোজপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ