34.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী সাঈফী নগর দরবার শরীফের শুভ উদ্ভোধন

শুভ উদ্বোধন ঘোষণা করেন পীরে কামেল জৈনপুরী পীর সাহেব হুজুরের সুযোগ্য খলিফা আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মতিন।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা ইউনিয়নে ঐতিহ্যবাহী সাঈফী নগর মাদ্রাসায় সাঈফী নগর দরবার শরীফের শুভ উদ্ভোধন করা হয়।

গত শুক্রবার জুম্মার নামাজ বাদ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ দরবার শরীফের শুভ উদ্বোধন ঘোষণা করেন পীরে কামেল জৈনপুরী পীর সাহেব হুজুরের সুযোগ্য খলিফা আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মতিন, পীর সাহেব লাঙ্গুলী দরবার শরীফ।

এসময় আরো উপস্থিত ছিলেন টিকিকাটা সাইফি নগর মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা নেছার উদ্দিন সাইফী হুজুর সহ অত্র মাদ্রসার সকল মোহতামীম গন এবং অত্র ওয়ার্ড এর ইউপি সদস্য জসীমউদ্দীন সহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র মসজিদের মুসল্লি গন।

উদ্ভোধন অনুষ্ঠানের পাশাপাশি মাদ্রাসার নাজেরা বিভাগের ১৯ জন ছাত্র কে কোরানের ছবক দেয়া সহ ১৯ খানা কোরান শরীফ উপহার দেওয়া হয়। তারই সাথে যে সকল ছাত্ররা হেফজ শেষ করে কোরানের হাফেজ হয়েছেন তাদের কে ফুলেল শুভেচছা দিয়ে ইহকাল ও পরকালের কল্যানে কোরানের খাদেম হয়ে দেশ ও জাতির খেদমত করতে পারে সে দোয়ার মাধ্যমে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ