পিরোজপুরের ইন্দুরাকানীতে জাকির হোসেন হাওলাদার (৫৫) নাম এক সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত জাকির পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আমজেদ আলী হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে জেলার ইন্দুরাকানী উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকিরের ছেলে ইমরান হোসেন হাওলাদার জানান, তার বাবা বৃহস্পতিবার পত্তাশী বাজার থেকে সুপারি কিনে রাতে বাড়ি ফিরছিলেন। পথে রামচন্দ্রপুর গ্রামের জনৈক হাবিবুর রহমানের বাড়ির কাছে পৌঁছলে পূর্ব পরিকল্পিত ভাবে স্থানীয় সন্ত্রাসী সোহেল খান ও রাসেল মোল্লার নেতৃত্বে ৮-১০ জন তার বাবাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় দেখে বাড়িতে খাবর দেন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মোড়লগঞ্জ ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইমরান আরও জানান, সম্প্রতি একটি নতুন ঘর তুলতে শুরু করলে স্থানীয় চিংড়াখালী ইউনিয়নের শিংজোড় গ্রামের রাসেল মোল্লার নেতৃত্বে তার কাছে চাঁদা দাবি করা হয়। এ টাকা না দিলেও এ বিষয়ে মোড়লগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে তারা ক্ষিপ্ত হয়। এতে বাবাকে হত্যার পরিকল্পনা করে। সোহেল খান ও রাসেল মোল্লার রয়েছে একটি বিশাল সন্ত্রাসী বাহিনী। তাদের বিরুদ্ধে বাগেরহাটের মোড়লগঞ্জ থানায় হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ১৭-১৮টি মামলা রয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপরে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।