30.1 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ড, তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বৃহস্পতিবার (২৮অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় উপজেলার পৌর শহরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। একটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৮অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

একটি লেপতোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট এ অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে।
জানা গেছে, ভাণ্ডারিয়া বাজারের আব্দুল রব মাওলানা সড়কের শাহীনের লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

এতে সম্পূর্ণ পুড়ে গেছে শাহীন হাওলাদারের লেপতোষকের দোকান, শাহআলম ও সজলের গার্মেন্টেসের দোকান। এছাড়া সাজ্জাদ হোসেনের গার্মেন্টেসের দোকানের আংশিক ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. পারভেজ আহম্মেদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি। তবে স্থানীয়দের দাবী এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষতি হতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার প্রমূখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ