22.9 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

পিরোজপুরে মাদকবিরোধী ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকবিরোধী ভলিবল ম্যাচ ও পুরষ্কার বিতরণ

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরে মাদকবিরোধী ভলিবল ম্যাচের আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে এ মাদকবিরোধী ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান খালেক।

প্রধান অতিথি হিসেবে ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আাজাদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান খালেক। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এনায়েত হোসেনসহ জেলার প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। খেলায় ৫ সেটের ৩-০ সেটে সবুজ দল লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ