পিরোজপুরে মাদকবিরোধী ভলিবল ম্যাচের আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে এ মাদকবিরোধী ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আাজাদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান খালেক। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এনায়েত হোসেনসহ জেলার প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। খেলায় ৫ সেটের ৩-০ সেটে সবুজ দল লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।