পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আনোয়ার হোসেনকে আহবায়ক ও সাইফুল ইসলাম বাচ্চুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পৌর তাঁতী লীগের আহবায়ক কমিটি গতকাল (২৭ অক্টোবর) অনুমোদন করেছেন পিরোজপুর জেলা কমিটি।
মঠবাড়িয়া উপজেলা তাঁতী লীগের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাওজাল এর সুপারিশক্রমে মঠবাড়িয়া পৌরসভা তাঁতী লীগ কমিটি অনুমোদন করেন পিরোজপুর জেলা তাঁতী লীগের আহবায়ক আক্তারুজ্জামান আক্তার ও সদস্য সচিব এইচ এম মিজানুর রহমান।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন ফরাজী, বাবুল বেপারী, কালাম হাওলাদার, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, সদস্য আব্দুল ওহাব মুন্সী, আবু জাফর, সুনীল চন্দ্র মাঝি, দুলাল হাওলাদার, জামাল হোসেন, মোস্তফা কামাল, আব্দুস সালাম, মামুন আকন, রুবেল হাওলাদার, শাকিল হাওলাদার, ইউসুফ মোল্লা, মিরাজ, মোঃ খলিলুর রহমান।
উক্ত কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়েছে।