পিরোজপুরের মঠবাড়িয়ায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরের উপজেলার শহীদ মাখন লাল দাস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নারী ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেযারম্যান এডভোকেট নাসরিন জাহান‘র সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মিরাজ আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম, সাংবাদিক আবদুস সালাম আজাদী, সাংস্কৃতিক সংগঠক সুমন বেপারী, শ্যামল মিত্র, এনজিও (এরিক) প্রতিনিধি মো. মাইদুল ইসলাম, রূপান্তর কর্মকর্তা মো.খলিলুর রহমান, কোহিনুর বেগম প্রমূখ।