পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪৬ নং চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপংকর হাওলাদারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
তার দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবিতে এলাকাবাসী গণ স্বাক্ষর করে প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালকসহ বিভিন্ন দপ্তর বরাবরে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দিপংকর হাওলাদার ওই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর নিয়মিত কর্মস্থলে না এসে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি শুরু করেন। নিয়মিত দাতা সদস্যদের বাদ নিয়ে নিজের ইচ্ছামতো অনিয়মিত এক দাতা সদস্যকে কমিটির অন্তর্ভূক্ত করিয়াছেন এমনকি অয়ন কুমার রায় নাম পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী মা ও বাবাকে বিদ্যুৎসায়ী সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তার যোগসাজসে পরপর দুই বছর মেরামত ব্যবৎ ৪ লাখ টাকা নিয়ে নামমাত্র কাজ করিয়ে সহকারি শিক্ষা কর্মকর্তা ইউনুস মিয়া ও প্রধান শিক্ষক দিপংকর হাওলাদার বাকি টাকা আত্মসাৎ করেছেন।
এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক দিপংকর হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ভাবে অভিযোগ দেয়া হয়েছে।
উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ইউনুস মিয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই স্কুলের কোন কাজে কোন প্রকার অনিয়ম নেই।
উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস বলেন, এ সকল বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।