24 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

বরগুনার নিখোঁজ দুই স্কুলছাত্রী রাজবাড়ির গোয়ালন্দ থেকে উদ্ধার

গত সোমবার (২৫ অক্টোবর) সকালে স্কুলের কোচিং এ গিয়ে এই দুই শিক্ষার্থী আর বাড়ি ফেরেননি।

ফাইল ছবি

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

বরগুনার পাথরঘাটা উপজেলায় নিখোঁজ দুই স্কুলছাত্রীকে রাজবাড়ির গোয়ালন্দ থেকে উদ্ধার করেছে যৌথ পুলিশ।

শিক্ষার্থীরা হলেন, পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোশাররফ হোসেনের মেয়ে সুখি আক্তার (১২) এবং আজাদ খানের মেয়ে আয়শা আক্তার লামিয়া (১২)। নিখোঁজের পরে সোমবার (২৫ অক্টোবর) রাতে দুই শিক্ষার্থীর পরিবার পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছিলো থানায়। এর আগে সোমবার (২৫ অক্টোবর) সকালে স্কুলের কোচিং এ গিয়ে ওই দুই শিক্ষার্থী আর বাড়ি ফেরেননি।

আগের সংবাদঃ পাথরঘাটায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে দুই ছাত্রী নিখোঁজ

নিখোঁজ সুখি আক্তারের মা নুর জাহান বেগম বলেন, প্রতিদিন সকালে এক সাথেই সুখি ও লামিয়া কোচিং এ যেতো। আজও ওরা একসাথে কোচিং এ যায়। তবে সকাল গড়িয়ে দুপুর হলেও ওরা বাড়ি না ফেরায় প্রথমে আমি ভেবেছি ও হয়ত লামিয়ার বাসায়। কিন্তু তারপরেও লামিয়ার বাসায় গিয়ে জানতে পারি লামিয়াও বাসায় ফেরেনি। এরপর একই সাথে তারা স্কুলে খোঁজতে যায়। স্কুলের শিক্ষররা জানায় ওরা দুজন আজ কোচিং এ আসেনি। এরপর আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেই, কিন্তু সুখীকে পাওয়া যায়নি। এরপর থানায় জিডি করি।

সুখি আক্তার (১২) এবং আয়শা আক্তার লামিয়া (১২)।

লামিয়ার দাদা সুলতান খান জানান, আজ সকালে কোচিং এ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। প্রতিবেশি, স্বজন সবার কাছে খোঁজ নিয়েছি। কোথাও লামিয়ার সন্ধান পাইনি। রাতে সুখির স্বজনদের সাথে থানায় এসে নিখোঁজের জিডি করি।

এ বিষয়ে পাথরঘটা থানায় অফিসার ইনচার্জ (ওসি) বাশার বলেন, নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের সনাক্ত করতে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সিসিটিভির ফুটেজ দেখে গতকাল রাতেই তাদের অবস্থান প্রথমে গোপালগঞ্জ ও পরে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট এলাকায় সনাক্ত করে পুলিশ। এরপর গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি যাত্রীবাহি বাস থেকে তাদের প্রথমে গোয়ালন্দ থানায় নিয়ে আসে তারা। এরপর সকালে বরগুনার পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

দুই শিক্ষার্থী জানিয়েছেন, তাদের কেউ অপহরন করেনি বা নিয়ে যায়নি। তারা পূর্ব পরিকল্পনা করেই বাড়ি থেকে পালিয়েছিলো। পাথরঘাটা থানায় আনার পরে আরও বিস্তারিত জানানো হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ