22.9 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

পিরোজপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে এলাকাবাসী সঠিক তদন্তের মাধ্যমে অচিরেই কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সিহাব হোসেনের মুক্তির দাবি করেন।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সিহাব হোসেনের মুক্তির দাবি ও বানোয়াট ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত হয়ে স্থানীয় সংবাদপত্র গ্রামের সমাজে সংবাদ প্রকাশের বিরুদ্ধে এলাকার জনগণ মানববন্ধন করেছে।

গত সোমবার সকাল ১০টায় কদমতলার পিরোজপুর-নাজিরপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নব নির্বাচিত চেয়ারম্যান শেখ সিহাব হোসেনের মুক্তির দাবি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন ইউনিয়নবাসী।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে চেয়ারম্যানকে ফাঁসিয়েছে একটি চক্র। আর সে মামলায় তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সঠিক তদন্তের মাধ্যমে অচিরেই মুক্তি না দিলে অনশন কর্মসূচিসহ আরও প্রতিবাদ কর্মসূচি পালন করবে তারা।

আগের সংবাদঃ পিরোজপুরে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

উল্লেখ্য, নির্বাচন কালীন রাজনৈতিক দ্বন্দে পাশ্ববর্তী টোনা ইউনিয়নের বাসিন্দা সাইদুলের মিথ্যা মামলার শিকার হয়েছেন শেখ শিহাব হোসেন। সে সময় প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী হানিফ খানের নেতৃত্বে তার উপর কয়েকবার সন্ত্রাসী হামলাও হয়। সে মামলা চলমান রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার সমাদ্দার, বদিউজ্জামান খান, মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনায়েত শিকদার, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আল মামুন প্রমূখ। মানব বন্ধন পরিচালনা করেন ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মানব বন্ধনে বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ