পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় জিহাদ হাওলাদার (৩৫) নামের এক মাহেন্দ্র চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে এ দূর্ঘটনা ঘটেছে।
নিহত জিহাদ হাওলাদার পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলার পশুরবুনিয়া গ্রামের ফায়েজ হাওলাদারের ছেলে।
প্রক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া বাজারে যাত্রী নামিয়ে খালি গাড়ি নিয়ে বড়মাছুয়া যাওয়ার পথে মাতুব্বর বাড়ির সম্মুখ সড়কে দুই সন্তানের জনক জিহাদ নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রসহ রাস্তার পাশে ছিটকে পড়েন। এসময় জিহাদ তালগাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশালে নেয়ার পথে তিনি মারা যান।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, লোক মারফত দুর্ঘটনার খবর পেয়েছি নিজের মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে একা একা দুর্ঘটনায় পড়ে তিনি মারা গেছেন বলে শুনেছি।