পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন তালুকদার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি তার পেশাকে পবিত্র মনে করে জনগণকে সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন। মিলন তালুকদার মঠবাড়িয়ায় যোগদানের পর থেকে টেস্ট রিলিফ (টি.আর) ও কাজের বিনিময় টাকা (কাবিটা)’র প্রকল্পগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে সরেজমিন তদন্ত করেন এবং কাজের মান ভালো করার জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীনদের মাঝে দেয়া ঘরগুলো সফলতার সাথে তাদের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করেছেন। গৃহহীনদের মাঝে দেয়া ঘরগুলো মানসম্মত হওয়ায় মঠবাড়িয়ায় তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গৃহহীনদের মাঝে প্রদানকৃত ঘরগুলো সব সময় সরেজমিন পরিদর্শন সহ ঠিকাদারদের মানসম্মত ভাবে করার জন্য নির্দেশ প্রদান করেন।
তাছাড়া মুক্তিযোদ্ধাদের দেয়া বীর নিবাসগুলো সম্প্রতি স্বচ্ছ লটারীর মাধ্যমে ঠিকাদারদের মাঝে বন্টন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, আমার চাকুরীটাই জনগণকে সেবা দেয়া। আমি সব সময় স্বচ্ছভাবে কাজ করে মনে এক ধরনের তৃপ্তি পাই। তিনি মঠবাড়িয়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।