পিরোজপুরে শ্রীরামকৃষ্ণ আশ্রমের আয়োজনে মানববন্ধন শুক্রবার ১১ ঘটিকার সময় পিরোজপুর জেলা শহরস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন সড়কে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মিশনের সভাপতি নরেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলা, দুষ্কৃতিকারীদের বিচারের ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার দাবীতে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন চন্ডি চরন পাল -উপদেষ্টা, পিরোজপুর জেলা আওয়ামীলীগ, মীর মোহাম্মদ ফারুক আব্দুল্লাহ -সভাপতি- ইমাম সমিতি পিরোজপুর,তপন বসু- সাবেক উপজেলা চেয়ারম্যান -পিরোজপুর সদর,শ্রী শ্রী রশদিনোধ গোপীনাথ দাস- সাধারণ সম্পাদক -শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির পিরোজপুর,উত্তম কুমার মাঝি, সাধারণ সম্পাদক- শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন,গোপাল বসু-সাধারণ সম্পাদক – পূজা উদযাপন পরিষদ, পিরোজপুর প্রমূখ। মনববন্ধনে বক্তারা বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে ধর্মনিরপেক্ষতার বীজ বপন করেছিলেন যেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
বক্তারা আরও বলেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান এসব পরিচয়ের থেকেও আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমরা বাঙ্গালী। আমরা সনাতনী ধর্মাবলম্বী যারা আছি তারা ১৯৪৭ এর দেশ ভাগের সময় দেশ ত্যাগ করিনি, মুক্তিযুদ্ধের সময়ও দেশ ছেড়ে যাইনি। তার অর্থ এই যে আমরা এই দেশেই থাকতে চাই। তাহলে কেন আমাদের সঙ্গে এমনটা হচ্ছে। কেনই বা আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ১৯৭২ এর রাষ্ট্রীয় সংবিধান ফিরিয়ে আনতে হবে, তা না হলে এমন সাম্প্রদায়িক হামলা বন্ধ হবে না। কুমিল্লায় যে ঘটনা ঘটিয়েছে ইকবাল কে কঠিন ও দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার পিছনে জড়িতদের পরিচয় জাতির সামনে তুলে ধরতে হবে। এই সকল ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে এখনই যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এর ভয়াবহতা আরও বাড়তে থাকবে। তাই আমরা প্রধানমন্ত্রী ও প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি এ ঘটনার পেছনে দায়ীদের দ্রুত প্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।