25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

ইন্দুরকানীতে জেলেদের চাল কম দেওয়ায় বিক্ষোভ

বৃহস্পতিবার বিকালে উপজেলা খাদ্য গুদামে পাড়েরহাট ইউনিয়নের জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেন জেলেরা।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের ইন্দুরকানীতে মা-ইলিশ রক্ষায় অবরোধে জেলে কার্ডে চাল কম দেওয়ায় বিক্ষোভ। বৃহস্পতিবার বিকালে উপজেলা খাদ্য গুদামে পাড়েরহাট ইউনিয়নের জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেন জেলেরা।

বিক্ষোভকারীরা জানান, জেলে না হয়েও অনেকে জেলে কার্ডের চাল পাচ্ছেন। আমাদের কার্ড থাকা সত্বেও আমরা চাল পাই নাই। জেলে মাকসুদ, কালাম, ছগিরসহ অনেকে জানান, আমাদের নির্ধারিত চাল ২০ কেজির পরিবর্তে ১৬ কেজি করে চাউল দেওয়ায় আমরা দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের কাছে অভিযোগ করলে সে আমাদেরকে চাউল দেওয়া শেষ বলে তাড়িয়ে দেয়। ভুক্তভোগী জেলে আঃ হালিম, আঃ মালেকসহ অনেকে জানান, ইউনিয়ন পরিষদের সচিব কিছু সময় না থাকায় জেলেদের নেতারা চাল কম দেয়।

এ ব্যাপারে পাড়েরহাট ইউপি সচিব কাওসার আহম্মেদ জানান, অনুমোদিত জেলেদের সংখ্যা ৪৯৪ জন এর বিপরীতে চালের কার্ড বরাদ্দ ৩৯৪ জন জেলের নামে। জেলেদের মধ্যে ভিজিডি কার্ডধারী আছে কিনা সেই তথ্য যাচাই-বাছাই করার জন্য ইউনিয়ন পরিষদে তালিকা আনতে গেলে আমার অনুপস্থিতিতে চাল কম দেওয়ার খবর শুনে এসে জেলেদের কমতি চাল পরিশোধ করে দেই।

উপজেলা মৎস্য অফিসার সরদার জুলফিকার আলী জানান, চাল কম পাওয়ার সংবাদ শুনে ঘটনা স্থলে গিয়ে যারা চাল কম পেয়েছে তাদেরকে বাকী চাউল দেওয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ