24.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

পিরোজপুরে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. ইকবাল মাসুদ এ আদেশ দেন।

সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহাব হোসেন ।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

হত্যাচেষ্টা মামলায় পিরোজপুরে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. ইকবাল মাসুদ এ আদেশ দেন।

গ্রেফতারকৃত শেখ শিহাব হোসেন সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বাদীপক্ষের আইনজীবী মানস কুমার বৈরাগী জানান, গত ১২ ফেব্রুয়ারি কদমতলা ইউনিয়নে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সালেহা বেগম নামে এক নারী বাদী হয়ে ইউনিয়ন চেয়ারম্যানসহ কয়েকজনকে আসামি করে ১৪ ফেব্রুয়ারি থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

“এ মামলায় কদমতলা ইউপি চেয়ারম্যান শেখ শিহাব হোসেন উচ্চ আদালতের জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার আবেদন নাকচ করে কারাগারে পাঠান।”

একই মামলার আসামি বেনজির হোসেন নামের আরেকজনকেও জামানি না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ