হত্যাচেষ্টা মামলায় পিরোজপুরে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. ইকবাল মাসুদ এ আদেশ দেন।
গ্রেফতারকৃত শেখ শিহাব হোসেন সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বাদীপক্ষের আইনজীবী মানস কুমার বৈরাগী জানান, গত ১২ ফেব্রুয়ারি কদমতলা ইউনিয়নে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সালেহা বেগম নামে এক নারী বাদী হয়ে ইউনিয়ন চেয়ারম্যানসহ কয়েকজনকে আসামি করে ১৪ ফেব্রুয়ারি থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
“এ মামলায় কদমতলা ইউপি চেয়ারম্যান শেখ শিহাব হোসেন উচ্চ আদালতের জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার আবেদন নাকচ করে কারাগারে পাঠান।”
একই মামলার আসামি বেনজির হোসেন নামের আরেকজনকেও জামানি না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।