30.1 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ার বড়মাছুয়ায় বাল্যবিবাহ পন্ড

কনের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত দাম্পত্ত সম্পর্ক স্থাপন করবো না মর্মে বর দেলোয়ার হোসেন লিমন মুচলেকায় স্বাক্ষর দেয়।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়ায় দক্ষিন বড়মাছুয়ায় একটি বাল্যবিবাহ পন্ড করে দেয় প্রশাসন।

মঠবাড়িয়ার দক্ষিন বড়মাছুয়ায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী ইসরাত জাহান মিম (১৩) এর বিয়ের আয়োজন করে পরিবার। মেয়েটির বাবার নাম পারভেজ ইলিয়াস। পশ্চিম রাজপাড়া গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন লিমনের সাথে বৃহস্পতিবার দুপুরে এ বিয়ের আয়োজন করা হয়েছিলো। বিয়েতে বর পক্ষের অর্ধশতাধিক মেহমান উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বাল্য বিয়ের বিষয়টি পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে মৌখিক ভাবে অবহিত করে। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বশির আহম্মেদের নির্দেশনা অনুযায়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, স্থানীয় সাংবাদিক ইসরাত জাহান মমতাজ ও থানা পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এই বাল্যবিবাহ বন্ধ করে দেন।

এসময় পুলিশের সহযোগিতায় স্থানীয় মানুষ বিয়ে বাড়ির গেট ভেঙ্গে দেয়। এসময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নাসির হোসেনের উপস্থিতিতে কণের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মর্মে উভয় পক্ষের মুচলেকা নেয়ার পরে বিয়ে বন্ধ করে দেয়া হয়।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বশির আহম্মেদ বলেন, উভয় পক্ষের অভিভাবকের কাছ থেকে বর ও কনের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা রাখা হয়। বাল্যবিবাহ বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ