25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

পাথরঘাটায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

বুধবার (২০ অক্টোবর) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বুধবার (২০ অক্টোবর) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

বরগুনার পাথরঘাটা পৌরসভায় গলায় ওড়না পেঁচিয়ে তুবা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (২০ অক্টোবর) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী তুবার সঙ্গে লাকুরতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে সজীব হাসানের (১৯) প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে সজীবের মা মাজেদা বেগম বুধবার সকালে তুবার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি করেন। এর কিছুক্ষণ পর তুবা নিজ ঘরে ঢুকে চৌকাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন।

তুবার বাবা সে্নটু মিয়া বলেন, বাইরে থেকে এসে তুবাকে না দেখে ডাকাডাকি করতে থাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে তার ঘরে যাই। গিয়ে দেখি গলায় ওড়না পেঁচিয়ে চৌকাঠের সঙ্গে ঝুলছে আমার মেয়ে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ