22.9 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়া থেকে অপহৃত স্কুল ছাত্রী মানিকগঞ্জে উদ্ধার, গ্রেফতার ১

গ্রেফতারকৃত সাগর মঠবাড়িয়া পৌর শহরের শাম্মী বিউটি পার্লারের স্বত্তাধীকারি শাম্মী আক্তারের ছেলে।

গ্রেফতারকৃত সাগর মঠবাড়িয়া পৌর শহরের শাম্মী বিউটি পার্লারের স্বত্তাধীকারি শাম্মী আক্তারের ছেলে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়া থেকে অপহৃত ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী (১২) কে মানিকগঞ্জ থেকে উদ্ধার অপহরণকারী সানজিম আলম সাগর (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

সাগর মঠবাড়িয়া পৌর শহরের শাম্মী বিউটি পার্লারের স্বত্তাধীকারি শাম্মী আক্তারের ছেলে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, ওই স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে আসা-যাবার পথে সানজিম আলম সাগর নিয়মিত উত্যক্ত করে আসছিলে। একপর্যায় ১২ অক্টোবর (মঙ্গলবার) সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাবার সময় সাগর ও অজ্ঞাত ২/৩ ব্যক্তি জোর করে মোটর সাইকেলে উঠিয়ে মানিকগঞ্জ শহরে নিয়ে যায়। সেখান তারা স্কুল ছাত্রীকে বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণ করে।

গ্রেফতারকৃত বখাটে সাগর।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে মঠবাড়িয়া থানায় অপহরণের অভিযোগ এনে সানজিম আলম সাগর ও অজ্ঞাত ২/৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। থানা পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্থান নিশ্চিত হয়ে শিবালয় থানা পুলিশের সহযোগিতায় মানিকগঞ্জ শহরের একটি বাসা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার এবং অপহাণকারী সাগরকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত সাগর ও উদ্ধারকৃত স্কুলছাত্রীকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ