পিরোজপুরের মঠবাড়িয়া থেকে অপহৃত ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী (১২) কে মানিকগঞ্জ থেকে উদ্ধার অপহরণকারী সানজিম আলম সাগর (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
সাগর মঠবাড়িয়া পৌর শহরের শাম্মী বিউটি পার্লারের স্বত্তাধীকারি শাম্মী আক্তারের ছেলে।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, ওই স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে আসা-যাবার পথে সানজিম আলম সাগর নিয়মিত উত্যক্ত করে আসছিলে। একপর্যায় ১২ অক্টোবর (মঙ্গলবার) সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাবার সময় সাগর ও অজ্ঞাত ২/৩ ব্যক্তি জোর করে মোটর সাইকেলে উঠিয়ে মানিকগঞ্জ শহরে নিয়ে যায়। সেখান তারা স্কুল ছাত্রীকে বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণ করে।