24.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

নাজিরপুরে ২ গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

কারাদন্ড প্রাপ্ত প্রবীর তালুকদার এবং সজল বাগচী।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের নাজিরপুরে প্রবীর তালুকদদার (২৬), সজল বাগচী (৩২) নামে দুই গাঁজা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদন্ড প্রাপ্তরা হলেন উপজেলার গোবর্দ্ধন গ্রামের প্রফুল্ল তালুকদারের ছেলে প্রবীর তালুকদার এবং জেলার নেছারাবাদ উপজেলার খেজুরবাড়ী গ্রামের নির্মল বাগচীর ছেলে সজল বাগচী।

মঙ্গলবার রাত সোয়া ৮ টায় নাজিরপুর মৎস্য অধিদপ্তরের মা ইলিশ রক্ষা অভিযান চলাকালীন উপজেলার বেলুয়া নদীতে গাঁজা ক্রয় বিক্রয় করার সময় মৎস্য অধিদপ্তরের সহায়তায় তাদের আটক করে নাজিরপুর থানা পুলিশ। রাত সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপজেলার বেলুয়া নদীতে গাঁজা ক্রয়-বিক্রয় করার সময় তাদের হাতে নাতে আটক করে পুলিশ।
এ বিষয়ে নাজিরপুর থানার এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ৮ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের সহায়তায় উপজেলার বেলুয়া নদীতে গাঁজা ক্রয় বিক্রয় করার সময় আমরা তাদের হাতে নাতে আটক করি। পরে তাদের রাত সাড়ে ১০ টায় ভ্রাম্যামাণ আদালতে উপস্থিত করলে আদালতের বিচারক প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ