পিরোজপুরের নাজিরপুরে প্রবীর তালুকদদার (২৬), সজল বাগচী (৩২) নামে দুই গাঁজা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদন্ড প্রাপ্তরা হলেন উপজেলার গোবর্দ্ধন গ্রামের প্রফুল্ল তালুকদারের ছেলে প্রবীর তালুকদার এবং জেলার নেছারাবাদ উপজেলার খেজুরবাড়ী গ্রামের নির্মল বাগচীর ছেলে সজল বাগচী।
মঙ্গলবার রাত সোয়া ৮ টায় নাজিরপুর মৎস্য অধিদপ্তরের মা ইলিশ রক্ষা অভিযান চলাকালীন উপজেলার বেলুয়া নদীতে গাঁজা ক্রয় বিক্রয় করার সময় মৎস্য অধিদপ্তরের সহায়তায় তাদের আটক করে নাজিরপুর থানা পুলিশ। রাত সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।