মঠবাড়িয়ায় আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগ ও সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।
শহরের প্রাথমিক শিক্ষক সমিতি ভবন সংলগ্ন দলীয় কার্যালয় থেকে এ শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমাদুলহক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক খলীলুর রহমান আকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলা উদ্দিন আল আজাদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদেরর সাধারণ সম্পাদক শ্যামা শংকর, সাবেক স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক ফরাজী, পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমূখ।