পিরোজপুরে করোনা মহামারীতে জেলার অসচ্ছল শিল্পি ও সংস্কৃতিসেবীদের মাঝে সংস্কৃতি মন্ত্রনালয়ের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী এর সঞ্চালনায় অসচ্ছল শিল্পি ও সংস্কৃতিসেবীদের মাঝে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
এসময় অসচ্ছল শিল্পি ও সংস্কৃতিসেবীদের মাঝে সংস্কৃতি মন্ত্রনালয়ের আর্থিক অনুদানের ১০ হাজার টাকা করে ১৯ জনকে ১ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় জেলার বিভিন্ন স্তরের শিল্পি ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, করোনা কালে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে শিক্ষক, শিল্পি, সাংবাদিক , চিকিৎসক, ব্যবসায় প্রত্যেকের জন্যই বিশেষ অনুদান প্রনোদনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমরা জেয়ায় ১৯ জন অসচ্ছল শিল্পি ও সংস্কৃতিসেবীদের মাঝে ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।